বালিয়াকান্দিতে চুরির অপবাদ দিয়ে দুই ছাত্রকে বেধে মারপিটের অভিযোগ

বালিয়াকান্দিতে চুরির অপবাদ দিয়ে দুই ছাত্রকে  বেধে মারপিটের অভিযোগ

সুবির বিশ্বাস, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়–য়া বাজারে প্রকাশ্যে দিবালোকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুই স্কুল ছাত্রকে দড়ি দিয়ে বেধে বেদম মারপিট করে আহত করেছে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে নাড়–য়া বাজারে। 
নারুয়া বাজার এলাকার সাবেক সেনা সদস্য জুলফিকার শেখের মারপিটে আহত ছাত্রের একজন হলো-বিলধামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বিজয় মোল্লা (১১)। সে নাড়–য়া ইউনিয়নের বিলধামু গ্রামের ফরিদ মোল্যার ছেলে। ওই ছাত্রের সহযোগী হিসেবে একই গ্রামের সাদেক আলীর ছেলে আশিক (৮)কে একই সাথে দরি দিয়ে বেধে মারধর করে আহত করা হয়েছে। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
নারুয়া বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ গনি শেখ জানান, আমি ঘটনাটি শুনেছি। সাবেক সেনা সদস্য জুলফিকার শেখ আমার চাচাতো ভাই। এ বিষয়ে পত্রিকায় লেখাÑলেখি করার দরকার নেই।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ঘটনার কথা আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জকে বলা হয়েছে।